বিনোদন ডেস্ক : ‘শিল্প-সংস্কৃতি-সৃজনশীলতা, জয় জয় জয় মানবতা’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের ৩৭ বছর পূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশের ১০টি নাট্যদলের দর্শক নন্দিত ১০টি প্রযোজনার সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। ২৪ থেকে ২৮ এপ্রিল ৫ দিনব্যাপী এ উৎসব চলবে। ২৪ এপ্রিল বিকেল ৫.৩০টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বিশ্ব নাটকের সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সহ-সভাপতি মোহাম্মদ সুমিন মিয়া। উৎসবে অংশগ্রহণ করবে থিয়েটারের নাটক ‘মেরাজ ফকিরের মা’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের নাটক ‘গহর বাদশা ও বানেছাপরী’, থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোর্ট মার্শাল’, প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’, লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর নাটক ‘কঞ্জুস’, মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শিখন্ডী কথা’, নাট্যকেন্দ্রের নাটক ‘বন্দুক যুদ্ধ ও গাধার হাট’, সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’, আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’ এবং প্রাচ্যনাট এর নাটক ‘সার্কাস সার্কাস’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন