বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

এবার বিশ^মঞ্চে এশিয়ার চ্যাম্পিয়ন টিম বিইউপি

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মিরপুর সিনানিবাস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা এ বছরের গৌরবোজ্জ্বল অর্জনসমূহের সাথে এবার নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে টেক্সাস ক্রিশ্চিয়ান ইউভার্সিটি, টেক্সাস, আমেরিকা কর্তৃক আয়োজিত “রিচার্ডস ব্যারেন্টাইন ভ্যালুস অ্যান্ড ভেনচারস কম্পিটিশন ২০১৭” (জরপযধৎফং ইধৎৎবহঃরহব ঠধষঁবং ধহফ ঠবহঃঁৎবং ঈড়সঢ়বঃরঃরড়হ ২০১৭) শীর্ষক প্রতিযোগিতার ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর তিন শিক্ষার্থীও অংশগ্রহণের মাধ্যমে। একই অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ওসমান গনীর তত্ত¡াবধানে বিবিএ জেনারেল বিভাগের জোহায়ের ইউসুফ হাসান, আবিদুর রহমান এবং আহমেদ রুবায়েত সৌরেন প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গমন করেন। বিইউপির শিক্ষার্থীরা শক্তিশালী প্রতিদ্ব›দ্বী দলসমূহকে হারিয়ে এশিয়ার একমাত্র দল হিসেবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেন। বিইউপির এই দলটি ২১ শে এপ্রিল টেক্সাসে বিশ^ গৌরব ছিনিয়ে আনার জন্যে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন