নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হতভাগা এক পুরুষ সংবিধানে নারী-পুরুষ সমান অধিকার নিশ্চিত করতে প্ল্যাকার্ড হাতে অভিনব দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। ‘পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি নিয়ে দাঁড়ানো বাবুল মিয়া নামের ওই ব্যক্তির প্লাকার্ডের ভাষাও বেশ আবেগী। দুই প্লাকার্ডে লেখা ছিলÑ ‘আইন-আদালত নারী পক্ষে/ তাই তো তারা বায়না ধরে। নারী নির্যাতন মামলা দিয়া/ নিরীহ পুরুষটাকে জেলে ভরে।’
আরেকটিতে লেখা ছিলোÑ ‘পুরুষের নীরব কান্না কেহ শোনে না। গতকাল’ রোববার সকালে শহীদ মিনারে এমন অভিনব দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন বাবুল। বাবুল বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
এসময় তিনি সাংবাদিকদের জানান, স্ত্রীর হাতে তিনি নির্যাতিত। ২০১৬ সালের ২ নভেম্বর তার বিয়ে হয় লাঙ্গলবন্দের ফাতেমা আকতারের সাথে। বিয়ের ১৯ দিনের মাথায় তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে এবং তার মতো অসংখ্য পুরুষকে এই সমস্যা থেকে উদ্ধার করতে তার এই প্রতিবাদ।
তিনি অভিযোগ করেন, সংবিধানে নারী-পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও শুধুমাত্র নারী নির্যাতনের আইন আছে। কিন্তু পুরুষ নির্যাতনের কোন আইন নাই। শুধু পুরুষ নির্যাতন আইনই নয়, এজন্য একটি মন্ত্রণালয়ের দাবি জানান বাবুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন