বেশ কয়েক বছর টেলিভিশন মাধ্যমে কাজ করলেও বেদিকা ভান্ডরী নিজেকে এই জগতে নতুন মনে করেন এবং তিনি মনে করেন তার শেখার অনেক কিছু বাকি আছে। বেদিকা এখন জি টিভির ‘উও আপনা সা’ সিরিয়ালে নেহার ভূমিকায় অভিনয় করছেন।
“আর কয়েক বছর পর আমি চলচ্চিত্রে আর অনেকগুলো টিভি শোতে কাজ করতে চাই। আমি আসলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আরও অনেক কাজ করতে চাই। কোন কিছুই চিরস্থায়ী নয়। এটাই আমরা এই জগত থেকে শিখেছি। আমাদের তা মেনে নিতে হবে। চড়াই উৎরাই দুটিই আছে, সময়েই তা আমরা জানতে পারি। আমি এই জগতে নতুন এবং নতুন অনেক কিছুই শিখছি। সময়ই আমাকে আরও শেখাবে,” বেদিকা বলেন।
বেদিকা বলেন তিনি ‘উও আপনা সা’ সিরিয়ালে নেহা চরিত্রটির সঙ্গে পুরো মিশে যেতে পারেন। তিনি বলেন, “আমি তার মতই। নেহা সহজ সরল এক তরুণী যাকে সহজেই প্রভাবিত করা যায়। সহজেই সে ফাঁদে পা দিয়ে ফেলে। সে দয়ালুও।”
বেদিকা নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন। অবসরে তিনি ইংরেজি সিটকম শো দেখে থাকেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন