শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথ ২০১৭’র উদ্বোধনী প্রদর্শনী কাল

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৭ মে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী। তাই বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথ (২০১৭)’-এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বিশ^কবির ১৫৬তম জন্মজয়ন্তীকে সামনে রেখে তরুণ কবি ও নির্মাতা শ্যামল চন্দ্র নাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর ‘রবীন্দ্রনাথ ২০১৭’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। আগামীকাল ২৮ এপ্রিল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধন ও আলোচনা করবেন : আহমদ রফিক, কবি ও রবীন্দ্র গবেষক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন কথাসাহিত্যিক ঝর্না রহমান। উল্লেখ্য, এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত এবং জাপানে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এটি রবীন্দ্রনাথের উপর বিশ্লেষেণধর্মী প্রামাণ্যচিত্র। এতে রবীন্দ্রনাথের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পবিত্র সরকার (ভারত), ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক আহমেদ রফিক, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যক হাসান আজিজুল হক, প্রাবন্ধিক যতীন সরকার এবং গানে রেজওয়ানা চৌধুরী বন্যা (বাংলাদেশ) এবং জাপানে অংশ নিয়েছেন প্রাবন্ধিক প্রবীর বিকাশ সরকার। এই প্রামাণ্যচিত্রে রবীন্দ্রনাথের এই বঙ্গে যাপিত জীবন ছাড়াও বৈশি^ক রবীন্দ্রনাথ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এছাড়া এখানে রবীন্দ্রনাথের সংকট-উত্তরণের বিষয়েও প্রাধান্য পেয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ফুল ফ্রেম মিডিয়া।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন