শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গড় আয় করেছে ‘নুর’

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গত শুক্রবার বলিউডে নির্মিত ‘নুর’, ‘মাত্র’ এবং ‘আজাব সিং কি গজব কাহানি’ চলচ্চিত্র তিনটি মুক্তি পেয়েছে। প্রত্যাশিতভাবেই তিনটি চলচ্চিত্রের কোনোটিই সাড়া জাগাতে পারেনি। এর মধ্যে প্রথম ফিল্মটিই যা মান রক্ষা করেছে।  
সাবা ইমতিয়াজের ‘করাচি, ইউ’য়ার কিলিং মি!’ উপন্যাস অবলম্বনে এক নারী সাংবাদিকের মুম্বাইয়ের জীবন আর রোমান্সের গল্প নিয়ে ড্রামা ফিল্ম ‘নুর’। সানহিল সিপ্পির পরিচালনায় অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, করণ গিল, শিবানী ডান্ডেকার, পুরব কোহলি এবং মনীশ চৌধরি; একটি বিশেষ দৃশ্যে পারফর্ম করেছেন সানি লিয়নি। চলচ্চিত্রটি বেশকিছু উপাদানের জন্য প্রশংসা পেয়েছে, বিশেষ করে সোনাক্ষির অভিনয় আর বর্তমান প্রজন্মকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। তবে বেশকিছু খাপছাড়া দিকের জন্য সমালোচিতও হয়েছে। শুক্রবার ১.৫৪ কোটি রুপিতে চলচ্চিত্রটির আয় শুরু হয়। শনিবার আর রবিবার ফিল্মটি যথাক্রমে আয় করেছে ১.৮৯ কোটি রুপি এবং ২.০৯ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৫.৫২ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ৭০ লাখ রুপিতে নেমে এসেছে। ফিল্মটি ফ্লপ নিশ্চিত না হলেও ব্যবসা-সফল নয়। প্রচারসহ ফিল্মটির বাজেট ২২ কোটি রুপি।
এক সময়ের বলিউডের প্রথম সারির অভিনেত্রী রাভিনা ট্যান্ডন রিভেঞ্জ থ্রিলার ‘মাত্র’ দিয়ে পর্দায় ফেরার চেষ্টা করেছেন। আশতার সায়েদ পরিচালিত ফিল্মটি দিয়ে তিনি ফিরেছেন তবে তেমন সাড়া জাগাতে পারেননি। রাভিনা  ছাড়া অভিনয় করেছেন মাধুর মিত্তাল, দিব্য জগদালে, শৈলেন্দর গয়াল, অনুরাগ অরোরা এবং রুশাদ রানা। শুক্রবার মাত্র ৪২ লাখ রুপি আয়ে। এর পরের দুই দিনের আয় যথাক্রমে ৪৬ লাখ রুপি এবং ৮০ লাখ রুপি। সপ্তাহান্তের আয় ১.৬৮ কোটি রুপি। স্বল্পব্যয়ে নির্মিত ফিল্মটি ফ্লপ।
ঋষি প্রকাশ মিশ্র পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা ‘আজব সিং কি গজব কাহানি’র আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লিখিত তিনটি ছাড়াও অপর্ণা সেন পরিচালিত হিন্দি ও ইংরেজিতে নির্মিত ‘সোনাটা’ ফিল্মটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। তিনটি ভ‚মিকায় অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে তিন নারীর ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা সেন, শাবানা আজমি এবং লিলেট দুবে।
‘বেগম জান’ গত সপ্তাহান্ত পর্যন্ত ১৬.৩৪ কোটি রুপি আয় করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন