স্টাফ রিপোর্টার : শুটিংয়ের একঘেয়েমি দূর করতে কক্সবাজার গেলেন শাকিব ও অপু বিশ্বাস। ঢাকায় সেটে শুটিং করতে করতে তাদের মধ্যে ক্লান্তি এসে গেছে। তাই একঘেয়েমি দূর করতে পরিচালককে বলে কক্সবাজারে সিনেমার শুটিংয়ের কথা বলেন। পরিচালকও রাজি হয়ে যান। পরিচালক জি সরকার তার নতুন সিনেমা পাঙ্কু জামাই-এর দুইটি গানের শুটিং কক্সবাজার করার পরিকল্পনা করেন। এ উদ্দেশে গতকাল তার ইউনিট সেখানে রওনা হয়। শাকিব বলেন, ঢাকায় শুটিং করতে করতে একঘেয়েমিতে পেয়ে বসেছে। মুক্ত জায়গায় একটু শ্বাস নিতে চাই। তাই কক্সবাজার যেতে ইচ্ছে করেছে। অনেকদিন হলো কক্সবাজারে সমুদ্র সৈকতে যাওয়া হয়নি। বিশাল সমুদ্রের কাছে কয়েকটা দিন কাটাতে ইচ্ছে হয়েছে। শুটিংয়ের ফাঁকে নিজের মতো করে সময়টা উপভোগ করতে চাই। অপু বিশ্বাস বলেন, ঢাকায় চার দেয়ালের মধ্যে শুটিং করতে করতে এক ঘেয়েমি চলে এসেছিল। কাজে মন বসাতে পারছিলাম না। তাই পরিকল্পনা করেই কক্সবাজারে শুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনেকদিন পর সমুদ্র দেখতে যাচ্ছি। আশা করছি, সময়টা ভালো কাটবে। উল্লেখ্য, এক সময় শাকিব ও অপু জুটির বেশ চাহিদা ছিল। এখন নতুন নায়ক-নায়িকাদের ভিড়ে, তাদের এ জুটি অনেকটাই ¤্রয়িমান হয়ে পড়েছে। নির্মাতারাও আগের মতো তাদের কাছে হুমড়ি খেয়ে পড়েন না। তারা নতুনদের নিয়েই বেশি কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন