মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ সফর বাতিলে অন্য কারণ খুঁজছে বিসিবি

পিসিবি’র কাছে ব্যাখ্যা চাইবে * আগস্টেই আসছে অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কলোম্বোতে গত ২ এপ্রিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের সম্মতি পেয়েই পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত বলে মিডিয়াকে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। গত ২২ নভেম্বর বিসিবি’র পরিচালনা পরিষদের সভায় পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি অনুমোদিতও হয়েছে। তবে কথা দিয়ে ২৪ দিনের মধ্যে ইউটার্ন দিয়ে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার ঘোষণা পিসিবি প্রধান দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। বাংলাদেশ সফর স্থগিত করার পেছনে পিসিবি প্রধান শাহরিয়ার খানের যুক্তি ‘আমরা এ বছর তাদেরকে (বাংলাদেশকে) পাকিস্তান সফরে আতিথ্য দেয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। কোনো বিনিময় ছাড়া পাকিস্তান ক্রিকেট দল দুইবার বাংলাদেশ সফর করেছে। টানা তৃতীয়বার আমরা বাংলাদেশ সফরে যেতে পারি না। সে কারণে আমরা সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর অথবা পরে একটা সুবিধাজনক সময়ে পরবর্তী সফরসূচি খুঁজব।’
আনুষ্ঠানিকভাবে বিসিবিকে সিদ্ধান্তের কথা না জানিয়ে মিডিয়াকে এমন অবস্থানের কথা জানানোর পেছনে অন্য কারণ খুঁজছেন বিসিবি সভাপতি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র‌্যাঙ্কিংয়ে সেরা ৭ এ থাকতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই হিসেব মেলাতে হবে বলেই নিরাপদ অবস্থানে থাকায় (বর্তমানে আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯০ পয়েন্ট নিয়ে ৮ নম্বর অবস্থান) বাংলাদেশ সফরে ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান। ২০১৫ সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার অতীতটাই সাবধানী করেছে পাকিস্তানকে। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র সভা শেষে দেশে ফিরে মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে এটাকেই কারন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি ‘যেহেতু উনি (পিসিবি সভাপতি) মিডিয়াকে সিদ্ধান্তের কথা বলে দিয়েছেন, সেহেতু তারা আসবে না বলে ধরে নিয়েছি। আগস্ট-সেপ্টেম্বরে র‌্যাঙ্কিংয়ের ব্যাপার আছে বলেই হয়তবা তারা বাংলাদেশে আসতে চাচ্ছে না।’
আইসিসি’র সভায় যোগ দিয়ে পিসিবি প্রধানের সঙ্গে দেখা এবং কথা হয়েছে, অথচ সেখানে পিসিবি সভাপতির সফর স্থগিত করার বিন্দুমাত্র ধারনা পাননি বিসিবি সভাপতি। সে কারনেই সফরসূচি চূড়ান্ত হওয়ার পর তা স্থগিত ঘোষণা করার কারণ পিসিবি’র কাছে জানতে চাইবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ‘পাকিস্তান কেন আসছে না তা আমাদের জানা দরকার। পিসিবির সঙ্গে এ ব্যাপারে আমাদের অফিসিয়াল কোনো কথা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম পাকিস্তান আসছে। ২০১৫ সালে যখন কথা হলো তখনও বলে গিয়েছিল ২০১৭ সালে ওরা আমাদের এখানে আসবে। হঠাৎ করে ওদের না আসার খবর আমরা জানতাম না। গত বুধবার শাহরিয়ার খান আমাকে বলেছিলেন, এই সিরিজ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তারা আমার সাথে বসতে চায় এতটুকুই কথা হয়েছে। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইব, কেন তারা সফর বাতিল করেছে? কি কারণে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে খেলতে আসবে না? ওরা তৃতীয়বার আসবে না। এটা আমি একেবারেই মানতে পারি না। আমার তো মনে হয় না কোনো বোর্ড এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা ওদেরকে খসড়া সূচি পাঠাবো। দেখা যাক ওরা আসলে কি বলতে চায় কি করতে চায়।’
এফটিপিতে নির্ধারিত সিরিজ খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসবে, এমনটাই আশা করছেন বিসিবি বস ‘আশা করছি, যাদের সাথেই আমাদের কমিটমেন্ট আছে তারা সেটা রক্ষা করবে। কেউ যদি বিশেষ কারণে আসতে না চায় তাহলে আমরা অফিসিয়ালি কারণ জানতে চাইব। তারপর রেসপন্স করব।’
এদিকে পাকিস্তানের বাংলাদেশ সফর স্থগিত হলেও আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্মতি পেয়ে গেছেন বিসিবি সভাপতি। ২ ম্যাচের টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে, দুবাইয়ে আইসিসি’র সভায় দ্বি-পাক্ষিক আলোচনায় তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ‘অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আমাকে নিশ্চিত করেছেন বিষয়টি। প্রথম টেস্ট দেখতে তিনি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন। আর সিরিজটা হবে শুধু দুটো টেস্টের। সিরিজের তারিখ ঠিক হয়েছে। দ্বিতীয় টেস্ট (কোরবানির) ঈদের তৃতীয় দিন শুরু হবে। মাঝে ঈদের জন্য পাঁচ দিনের একটা বিরতি ছিল। ওরা পাঁচ দিন বসে থাকতে চায় না। আমরা বোর্ডে কথা বললাম, দু’দিন ঈদের ছুটি হলে আমরা তৃতীয় দিনই ম্যাচ আয়োজন করতে রাজী আছি। আমরা সবাই থাকব। দরকার হলে ছুটি বাতিল হবে। ঈদের ছুটি শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে প্রথম টেস্ট শেষ হবে। ওভাবেই তারিখ ঠিক করা হবে। তারা আসছে,তাতেই খুশি আমরা।” বিসিবি যে খসড়া সফরসূচি তৈরি করেছে, তাতে ১৮ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার কথা, দেশে ফিরে যাবে তারা ৯ সেপ্টেম্বর। বিসিবি’র খসড়াসূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪ থেকে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবার কথা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সফরের একমাত্র তিনদিনের অনুশীলন ম্যাচটি হওয়ার কথা ২২ থেকে ২৪ আগস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন