শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কেরানীগঞ্জের মানুষের জমি অধিগ্রহণ চেষ্টা বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ২০১৯ সালের নির্বাচনে নির্বাচনী প্রতিযোগিতায় দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে নৌকা প্রতিককে নির্বাচনে জয়লাভ করাতে হবে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে। দেশের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দ্রæত পদ্মা সেতু নির্মিত হচ্ছে। কেরানীগঞ্জ মুক্তিযুদ্ধের সুতিকাগার। রাজউক কর্তৃক কেরানীগঞ্জের মানুষের সমস্ত ভিটেমাটি ও কৃষি জমি অধিগ্রহণ করা হবে তা আমরা কোন দিন মানব না এবং তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে। আমি এব্যাপারে পুর্তমন্ত্রী ও রাজউকের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। রাজউক শুধু কলাতিয়া, তারানগর ও ভাকুর্তা ইউনিয়নের ১৬ মৌজায় জমি অধিগ্রহণের পরিকল্পনা করেছে। আপনারা রাজউকের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন। যারা ভ‚মি দস্যু, যারা অন্যের জমি, বাড়িঘর দখল করে, বুড়িগঙ্গা নদী দখল করে, যারা একবিঘা জমি কিনে দশ বিঘায় সাইন বোর্ড টাঙায় তাদের বিরুদ্ধে তো কোন আন্দোলন করতে পারেন না। আমি আপনাদের বাপদাদার ভিটেমাটি ও কৃষি জমি রক্ষার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি তিনি গতকাল (শনিবার) বিকেলে কেরানীগঞ্জের আটিভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে রাজউক কর্তৃক কলাতিয়া, তারানগর ও সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১৬টি মৌজার ভিটেমাটি জমিজমা অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন। ১৬ মৌজার ভ‚মিরক্ষা কমিটির অন্যতম সদস্য তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশরাফ হোসেন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু, ঢাকা জেলা পরিষদের সদস্য সোরহাব হোসেন খোকন, আওয়ামী লীগ নেত ইউছুফ আলী চৌধুরী সেলিম, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন প্রমুখ। তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এই অনুষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিবাদ সভায় ১৬ মৌজার হাজার হাজার মানুষ অংশ নেয় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন