শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কবি কাজী নজরুল ইসলামের নাতনী ঢাকায় থাকার জায়গা চান

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকায় স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী। তিনি কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর ছোট মেয়ে। অনিন্দিতা কাজী ঢাকায় থাকার ইচ্ছা পোষণ করে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি আমার দাদুকে (কাজী নজরুল ইসলাম) নিয়ে অনেক কাজ করতে চাই। পশ্চিমবঙ্গে দাদুকে নিয়ে তেমন কাজ হচ্ছে না। তবে বাংলাদেশের মানুষের মধ্যে আমার দাদুকে নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। এটা দেখেই আমার অনেক ভালো লাগে। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে ঢাকায় একটি বাড়ি চেয়ে আবেদনও করেছি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অনিন্দিতা কাজী বলেন, দাদুকে (কাজী নজরুল ইসলাম) কেন্দ্র করে নানা উপলক্ষে আমাদের বাংলাদেশে আসতে হয়। এখানে এসে অন্যের বাড়িতে থাকতে হয়। যদি ঢাকায় আমাদের একটি বাড়ি হতো, তাহলে এসে সহজেই কাজ করা যেত। যতবারই বাংলাদেশে আসি ততবারই অন্যের বাড়িতে উঠতে হয়। এতে মানসিকভাবে একটু অস্বস্তিবোধ করি। তিনি বলেন, গত বছর আমরা ঢাকায় বাসা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত একটি আবেদন করেছিলাম। দাদুকে নিয়ে অনেক কাজ করার ইচ্ছা থাকা সত্তে¡ও কিন্তু আসতে পারি না। আমার মা শ্রীমতি কল্ল্যানী কাজী এখনো আমার দাদুর জীবন নিয়ে লেখালেখি করছেন। তিনি আরো বলেন, আসলে আমরা তাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে অনেক আন্তরিক আমার বিশ্বাস। তিনি অনেক ব্যস্ত থাকেন হয়তো ভুলে গেছেন। আমার মনে হয় তাাকে একটু মনে করিয়ে দিলে আমাদের জন্য ঢাকায় একটি বাসার ব্যবস্থা করবেন। এটা একটা আবেদন। না পেলে কোনো ক্ষোভ নেই। তবে একটি অভিমান আর কি।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, কাজী নজরুল ইসলামের দুই ছেলে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। কাজী সব্যসাচীর পরিবার ১৯৭২ সালে কবির সঙ্গেই বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন আর কাজী অনিরুদ্ধের পরিবার পশ্চিমবঙ্গে থেকে যান। অনিরুদ্ধ কাজী ১৯৭৪ সালে মারা যান। তার ছোট মেয়ে অনিন্দিতা কাজী বর্তমানে পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় ও পরিচিত মুখ, কলকাতার টিভি চ্যানেল ‘তারা বাংলা’র সিইও হিসেবে কাজ করেছেন। আর কবির বড় ছেলে কাজী সব্যসাচীর প্রথম সন্তান খিলখিল কাজী মা এবং ছোট ভাই বাবুলের সঙ্গে বর্তমানে ঢাকার বনানীতে থাকেন। দুই বাংলার খ্যাতিমান আবৃত্তিকার ছিলেন কাজী সব্যসাচী। তিনি বিয়ে করেন উমা কাজীকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাআ'দ ২৩ মার্চ, ২০১৯, ১০:০০ পিএম says : 0
সত্যিই ব্যাপারটা কেমন যেন হল? জাতীয় কবির নাতনী মানে নজরুলের অস্তিত্ব আমাদের কাছে এসে আবেদন করছেন ঢাকায় থাকার জায়গার জন্য? এটা কি আমাদের জন্য লজ্জার নয় যে জাতীয় কবির পরিবারকে আমাদের মাঝে রাখতে পারছিনা। আমি সত্বর সরকারের সুদৃষ্টি কামনা করছি। নাহলে তা হবে আমাদের জন্য লজ্জার। অনিন্দিতা কাজী আপনি অবশ্যই অবশ্যই থাকবেন আমাদের মাঝে। প্রধানমন্ত্রী সমীপে বলছি যদি মনে করা হয় আমরা নজরুলের চেতনা ধারণ করি তার বাস্তব প্রয়োগও আমরা দেখতে চাই। কবি পরিবার অন্তত তাদের থাকার জায়গা চেয়ে অন্তত আমাদের যেন ছোট না করেন এবং অবশ্যই ওনার বাড়ির আবেদন ও প্রাপ্তির বিষয়টির আশু সমাধান কামনা করছি। বেচে থাক নজরুল তার সৃষ্টির পরম্পরায় আর রক্তের উত্তরধারায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন