বিনোদন ডেস্ক: মায়া অ্যালবামে বেলাল খানের সুরে এসেছিলেন গায়িকা ঐশী। অ্যালবামটির বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। এ অ্যাবামের পর আবারও একসঙ্গে গেয়েছেন এ দুজন। গানের শিরোনাম বৈশাখ এলো। গানটি গেয়েছেন ঐশী। বেলালের সুরে এর সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। কথা লিখেছেন সোমেশ্বর অলি। গানটি স¤পর্কে ঐশী বললেন, প্রথমবারের মতো বৈশাখের গান গেয়েছি। তাই বাড়তি একটা আগ্রহ ছিল। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। বেলাল খান বললেন, ঐশী নিঃসন্দেহে ভালো গান করে। এটাও তার ব্যতিক্রম নয়। আশা করি, সবার পছন্দ হবে। গানটি প্রযোজনা করেছেন বাংলা ঢোল। এর ভিডিওটি গত ২৭ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন