বিনোদন ডেস্ক: ইউটিউবে প্রকাশিত হয়েছে জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শহীদ-নদীর কী যাদু শিরোনামের গানটির লিরিকাল ভিডিও। জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি জিপি মিউজিকে ডিজিটালি প্রকাশ হয় ভালবাসা দিবসে। গানটি স¤পর্কে শহীদ বলেন, খুব সুন্দর মিউজিক করেছেন মুশফিক ভাই। জিয়াউদ্দিন আলমের কথায় এর আগেও গান করেছি। কিন্তু প্রথম তার সুরে একটি গান করেছি। গানটির মধ্যে অনেক রোমান্স আছে।আশা করছি, সবার ভাল লাগবে। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি সৈয়দ শহীদ একজন জনপ্রিয় গায়ক। তার ব্যান্ডদল দূরবীণ এদেশের তরুণ সমাজের নিকটও বেশ জনপ্রিয়। এক জীবনে এতো প্রেম গান ব্যাপক জনপ্রিয় হয়। গানটির গীতিকবি ও সুরকার জিয়াউদ্দিন আলম বলেন, অনেক যতœ করে গানটির কথা ও সুর করেছি। দুজন অসাধারণ গেয়েছেন। আশা করি, শ্রোতারা এই গানে নতুন কিছু পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন