দর্শকরা ‘নাচি বালিয়ে ৮’ রিয়েলিটি শোতে অন্যতম বিচারক হিসেবে অভিনেত্রী সোনাক্ষি সিনহাকেই দেখে আসছেন। জানা গেছে কয়েকটি পর্বের জন্য তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মালাইকা অরোরা।
কয়েকটি পেশাগত প্রতিশ্রæতি রক্ষা এবং বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘দাবাঙ’ ট্যুরে অংশ নেবার জন্য অস্ট্রেলিয়াতে থাকার কারণে তিনি তার টিভি প্রতিশ্রæতি রাখতে পারছেন না। আর সেই জন্যই তার শূন্যস্থান পূরণ করবেন মালাইকা। জানা গেছে তিনি এরই মধ্যে একটি পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন। তারকা জুটিদের নাচের রিয়েলিটি শোটির অন্য দুই বিচারক হলেন পরিচালক মোহিত সুরি এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইস। উপাসনা সিং এবং করণ টাকার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। মালাইকা ‘নাচ বালিয়ে’র প্রথম দুই মৌসুমের বিচারক ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন