দুই বছর আগে ‘দাম লাগা কে হাইশা’ দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন আয়ুষ্মান খুরানা আর ভূমি পেদনেকার। সেই থেকে তাদের দুজনকে একসঙ্গে দেখার আশা করে আসছে তাদের ভক্তরা। সেই আশা পূরণ হতে যাচ্ছে। ‘শুভ মঙ্গল সাবধান’ নামের আরেকটি রোমান্টিক কমেডি দিয়ে ফিরছেন তারা। মাসের বেশি সময় ধরে তারা এই চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। আয়ুষ্মান স¤প্রতি চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। ‘শুভ মঙ্গল সাবধান’ চলচ্চিত্রটি তামিল ‘কল্যানা সমায়ল সাধম’ ফিল্মটির রিমেক। মূল চলচ্চিত্রটির নায়ক প্রসন্ন বলেছেন, “এটি যে ‘কল্যানা সমায়ল সাধম’ ফিল্মটির পুরো রিমেক তা নয়। এটি মূল ধারনাটির ওপর ভিত্তি করে একেবারে নতুন একটি ফিল্ম। একে বরং স্পিরিচুয়াল রিমেক বলা যায়।” কাহিনীটি এমন এক যুগলের যাদের বাগদান হয়েছে তবে তারা বিয়ের অপেক্ষায় আছে। বিয়ের আগে নায়কের কিছু গোপন শারীরিক সমস্যার আগে সমাধান করতে হবে। চলচ্চিত্রের প্রধান দুই শিল্পীই এখন দুটি করে ফিল্মে কাজ করছেন। আনন্দ এল রাই প্রযোজিত চলচ্চিত্রটি ১ সেপ্টেম্বর মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন