বিনোদন ডেস্ক: ইউটিউবে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী সালমার মন মাঝি অ্যালবামের দরদ গানের লিরিক্যাল ভিডিও। গানটি অডিও প্রকাশের পর এরইমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলেছে। এবার প্রকাশ হলো এর ভিডিও। গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানের ভিডিওটি নিয়ে সালমা বলেন, এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১তম একক অ্যালবাম মন মাঝি। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানের মধ্যে আরো একটি প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি মন মাঝি গানের মত দর্শকদের কাছে দরদ গানটির ভিডিওটিও জনপ্রিয় হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন