বিনোদন ডেস্ক: বিগত কয়েক বছর ধরে ঈদের ধারাবাহিক নাটক যমজ-এর ৬টি সিক্যুয়াল প্রচার হয়েছে আরটিভিতে। এবারের ঈদেও এই ধারাবাহিকটি প্রচার হবে। এটি হবে ধারাবাহিকটির ৭ নম্বর সিক্যুয়াল। এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারে শূটিং শুরু হয়েছে নাটকটির। এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয করা মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। নাটকে বাবা ও তার দুই ছেলের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ। পরিচালনা করেছেন আজাদ কালাম। ঈদ নাটকটি দেখানো হবে আরটিভিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন