শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমা নির্মাণের স্থান এফডিসি ঠিকমতো চলছে না -কবরী

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমা ও সে দেশের কলাকুশলীরা এদেশে এসে কাজ করছে। তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমাদের দেশের শিল্পীদেরও সে দেশে গিয়ে কাজ করুক, এটা আমি চাই। তাহলেই আমাদের চলচ্চিত্র অঙ্গনটা আরও অনেক বড় হবে। কথাগুলো বলেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী কবরী। এফডিসিতে মিশা-জায়েদ খান প্যানেলের নির্বাচিনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময় তিনি চলচ্চিত্রের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একটা কথা চাউর আছে যে, মূলধারার চলচ্চিত্র ও এর বাইরের চলচ্চিত্রের মধ্যে বিভাজন রয়েছে। আমি অনেকবার বলেছি এই বিভাজন আপনারাই তৈরি করেছেন। আঁতলামো করতে গিয়ে নিজেদের আলাদা করে ফেলেছেন। তিনি বলেন, মূল ধারার সিনেমা নির্মাণের স্থান এফডিসি ঠিকমত চলছে না। কারণ এখনাকার চাওয়াগুলো সরকারের কাছে ঠিকমত যাচ্ছে না। আমি মনে করি, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের কাছে যেতে পারলে এ সমস্যা দূর হবে। তবে আমাদের সিনেমার পরিধি বাড়াতে হবে। তিনি বলেন, এখনও টেলিভিশনে প্রচার করা পুরনো সিনেমাগুলো দর্শকের কাছে অনেক জনপ্রিয়। নতুন কোন সিনেমা খুব বেশি আলোচিত হচ্ছে না।
এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে চলচ্চিত্রের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে মিলে চলচ্চিত্রের দিক নির্দেশনামূলক কাজ করতে হবে। তা নাহলে চলচ্চিত্রের দুর্দশা কখনো দূর হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মিজান ৪ মে, ২০১৭, ১১:১৫ এএম says : 0
এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে চলচ্চিত্রের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন