বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা)’র এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে এবং পিপলস থিয়েটার এসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’ আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়ান থিয়েটার সামিটের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও আইয়াটা এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইটিআই বিশ্বকেন্দ্র’র সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, বিশিষ্ট নাট্যকার ব আব্দুস সেলিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ, বিশিষ্ট নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ ও এস এম মহসীন, এবং পিটিএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল কৃষ্টি হেফাজ। সেমিনারের পাশাপাশি আজ ও আগামীকাল একাডেমির জাতীয় নাট্যশালার ৩ নং মহড়া কক্ষ, সেমিনার রুম, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে পরিবেশনায় থাকছে আমাদের দেশের বাউল সংগীত, চর্যানৃত্য, গৌড়ীয়নৃত্য, শিশুনৃত্য ও নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, বিদেশী নাটক, লোকনাট্যের বিভিন্ন পরিবেশনা ও যাত্রাপালা পরিবেশিত হবে এবং একইসাথে লাউস, কম্বোডিয়া ও মালয়েশিয়া থেকে আগত অতিথিবৃন্দরা তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন