চলচ্চিত্রের ‘বেইন’ বাস্তবে ‘ডার্ক নাইট’-এর ভূমিকায় অবতীর্ণ হলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে অভিনেতা টম হার্ডি একটি দুর্ঘটনা ঘটাবার পর লাল ট্রাফিক আলো অমান্য করে মোটর বাইকে করে পলায়নরত দুই তরুণকে ধাওয়া করে আটক করেছেন।
প্রত্যক্ষদর্শী জানায় ৩৯ বছর বয়সী অভিনেতাটি হঠাৎ করে সুপারহিরোতে পরিণত হন এবং বাগান আর নির্মাণ এলাকার মধ্য দিয়ে ধাওয়া করে এক চোরকে পাকড়াও করেন।
এই ব্যক্তি বলেছে, “টম সম্ভবত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করেই ছুটতে শুরু করেন। তাকে ভীষণ ক্ষিপ্ত দেখাচ্ছিল।”
অকুস্থলে উপস্থিতরা জানায় দুই তরুণ লাল সংকেত অমান্য করে একটি দামী মার্সেডিজ গাড়ির ওপর গিয়ে পড়ে।
স্কটল্যান্ড ইয়ার্ড তাদের বিবৃতিতে যা লিখেছে তার সার হল : “মোটরবাইক আরোহী দুই তরুণকে চার্চ রোডের বাসিন্দারা আটক করে এবং পুলিশ কর্মকর্তারা তাদের পরে মোটরসাইকেল চুরি এবং লাইসেন্সহীন অবস্থায় তা চালাবার অভিযোগে গ্রেফতার করে। তারা দুজনই সামান্য আহত হয়েছে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।”
টম হার্ডিকে আগামীতে ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ চলচ্চিত্রে মার্ক রিলেন্স, সিলিয়ান মার্ফি এবং হ্যারি স্টাইলসের সঙ্গে দেখা যাবে। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২১ জুলাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন