বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যদল প্রাঙ্গণেমোর প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মঞ্চায়ন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্য অবলম্বনে শ্যামাপ্রেম নাটকের বিশেষ প্রর্দশনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর-এর এই প্রথম প্রযোজনাটি। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মূল উপজীব্য ভালোবাসা, স্বাধীনতা ও মানবতার চিরায়ত আকাক্সক্ষা। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, শিশির রহমান, ইউসুফ পলাশ, শুভেচ্ছা রহমান, আশা, সরোয়ার সৈকত, রিগ্যান সোহাগ রতœ, বিপ্লব, মনির, সীমান্ত, প্রকৃতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন