শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি কিশোরী নিহত

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব জেরুজালেম আল-কুদসে একজন ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। তাদের অভিযোগ ওই কিশোরি পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ বছর বয়সি ওই কিশোরির পরিচয় প্রকাশ করেছে। নিহত ফাতিমা আফিফ আব্দুর রহমান হিজেজি ছিলেন রামাল্লাহর নিকটবর্তী কুয়ারাত বানি জেইদ গ্রামের অধিবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাব আল আমুদ বা দামেস্ক গেটের কাছে দাঁড়িয়েছিলেন ফাতিমা। ইসরাইলি পুলিশের কাছ থেকে তিনি কমপক্ষে ১০ মিটার দূরে দাঁড়িয়েছিলেন। এসময় এক পুলিশ সদস্য ছুরি, ছুরি বলে চিৎকার করে ওঠে। এর পরই পাঁচ ইসরাইলি পুলিশ ফাতিমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তারা আরো জানিয়েছেন, ইসরাইলি পুলিশের কয়েক রাউন্ড গুলি ফাতিমার বুকে বিদ্ধ হয়। সে পড়ে যাওয়ার পর তার দেহ লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল পুলিশ। চলতি বছর ইসরাইলি সেনাদের হাতে সাত শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেনাদের দাবি, এসব ফিলিস্তিনি তাদের ওপর হামলা চালাতে গিয়েছিল। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর দাবি, নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের নির্বিচারে হত্যা করার অজুহাত হিসেবে ছুরিকাঘাতের প্রচেষ্টার অভিযোগ আনছে দখলদার ইসরাইলি সেনারা। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন