বিনোদন ডেস্ক: নির্মিত হয়েছে দেশের জনপ্রিয় কোমল পাণীয় প্রাণ আপের নতুন বিজ্ঞাপন। দুই বাংলার টেলিভিশনগুলোতে প্রচার হবে এই বিজ্ঞাপনটি। এতে মডেল হয়ে জুটি বেঁধেছেন কলকাতার চলচ্চিত্রের দুই তারকা অঙ্কুশ ও সায়ন্তিকা। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সাবিন। জিঙ্গেলভিত্তিক এই বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা। তিনি জানান, যেহেতু কোমল পানীয়ের বিজ্ঞাপন তাই ঝকঝকে রঙিন আর প্রাণবন্ত একটি বিজ্ঞাপন নির্মাণের চেষ্টা ছিলো। থাইল্যান্ডের মনোরম লোকেশনে এর কাজ হয়েছে। বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ডের কলাকুশলী ও টেকনিশিয়ানরা বিজ্ঞাপনটির সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞাপনটির জিঙ্গেল করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন