শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ছোট পর্দায় ফিরছেন রাজীব খান্ডেলওয়াল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মুম্বাইতে দুই নৌকায় পা রাখা বেশ কঠিন। চলচ্চিত্রে কাজ করলে টিভিকে সময় দেয়া আসলেই কষ্টকর। রাজীব খান্ডেলওয়াল চলচ্চিত্রে ক্যারিয়ারের আশায় টিভিকে সাময়িক বিদায় দিয়েছিলেন। ‘আমির’ আর ‘টেবল নাম্বার টু’ নামে চলচ্চিত্রগুলোতে তিনি অভিনয় করেছেন। কিন্তু তার টিভি খ্যাতি ভোলার নয়। বিশেষ করে স্টার প্লাসের ‘কাহিঁ তো হোগা’ এবং সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘রিপোর্টার্স’ সিরিয়ালগুলোতে তার সপ্রতিভ অভিনয় দর্শকদের মনে আছে।

এক ডজনের বেশি চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি আরেকবার তার শেকড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও চলচ্চিত্রে তার সম্ভাবনা এখনও রয়েছে।
জানা গেছে একটি নয় দুটি সিরিয়ালে একসঙ্গে কাজ করার জন্য তিনি তার পুরনো প্লাটফর্মে ফিরছেন। সূত্র জানিয়েছে তিনি এরই মধ্যে শুটিংয়ে অংশ নেয়া শুরু করে দিয়েছেন। এর মধ্যে একটি সিরিয়াল লাইফ ওকে চ্যানেলের; এতে তিনি মহেশ পাÐে নামে এক বৈমানিকের ভূমিকায় অভিনয় করছেন। অন্য সিরিয়ালটির চ্যানেল বা তার ভূমিকা সম্পর্কে জানা যায়নি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন