বিনোদন ডেস্ক: আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক শাকিব। রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ৪২৭ নম্বর কেবিনে রয়েছেন তিনি। হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের এজিএম সাইফুর রহমান লেলিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিব গত রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাসপাতালে ভর্তি হন। প্রথমে ড. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত¡াবধানে থাকলেও এখন প্রফেসর সেলিমুর রহমানের তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, শাকিবের বিভিন্ন মেডিক্যাল টেস্ট করার পর তলপেটে ব্যথা ধরা পড়েছে। এটি মূলত খাবারের অনিয়ম থেকে হয়েছে। শাকিবের চাচাতো ভাই জানান, শাকিব ঘাড়ে ও পেটে ব্যাথা অনুভব করলে ল্যাবএইডে নিয়ে আসা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি হতে বলেন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল একই হাসপাতালে ভর্তি হন। ওই অবস্থায়ই শামীম আহমেদ রনির রংবাজ সিনেমার মহরতে যান ও এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টানা কিছুদিন ঢাকার বাইরে শূটিং করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন