বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্রুস লি’র জীবনী চলচ্চিত্র পরিচালনায় শেখর কাপুর

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

অস্কারজয়ী ‘এলিজাবেথ’ চলচ্চিত্রের ভারতীয় বংশোদ্ভূত পরিচালক শেখর কাপুর মার্শাল আর্টস কিংবদন্তী ব্রুস লিকে নিয়ে একটি জীবনী চলচ্চিত্র পরিচালনা করবেন।
এই চলচ্চিত্রটি নির্মিত হবে লি’র পরিবার অনুমোদিত জীবনী অবলম্বনে। ‘লিটল ড্রাগন’ নামের চলচ্চিত্রটির পটভূমি ১৯৫০ দশকের হংকংয়ের সামাজিক আর রাজনৈতিক পরিবেশ যা ব্রুস লিকে একজন মার্শাল আর্টস তারকা এবং একজন আধুনিক দার্শনিকের পরিণত করে।
কাপুর তার ১০ পর্বের টিভি সিরিজ ‘উইল’-এর কাজ শেষ করেই এই চলচ্চিত্রটির কাজ শুরু করবেন বলে জানা গেছে। নির্মাণে সার্বিক তত্ত¡াবধান করবে লি’র কন্যা শ্যানন লি’র মালিকানাধীন ব্রুস লি এন্টারটেইনমেন্ট এবং লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক কনভার্জেন্স এন্টারটেইনমেন্ট।
শ্যানন সা¤প্রতিক বছরগুলোতে তার বাবার তারুণ্য নিয়ে গবেষণা করে বেশ কিছু বিষয়বস্তু পেয়েছেন। তা এই চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হবে। তিনি কাপুরের সঙ্গে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন। কাপুর চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। জুলাই মাসে মালয়েশিয়াতে নির্মাণ শুরু হবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন