শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই চলচ্চিত্রে জায়েদ খান ও পিয়া বিপাশা

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দুই চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান ও মডেল কাম অভিনেত্রী পিয়া বিপাশা। একটি রকিবুল আলম রকিবের ‘মনের রাজা’ ও অন্যটি আজিজুর রহমানের ‘মাটি’। এরমধ্যে ‘মনের রাজা’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। কয়েকটি গান ও বেশকিছু দৃশ্যের শুটিংও হয়েছে। কিন্তু পরিচালক রকিবের মধ্যে অন্য চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠায় ‘মনের রাজা’ চলচ্চিত্রের কাজ কিছুটা পিছিয়ে গেছে বলে জানান পিয়া বিপাশা। তবে পিয়া জানান, এ মাসের শেষের দিকে জায়েদ খান ও তাকে নিয়ে নির্মিতব্য আজিজুর রহমানের ‘মাটি’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে কানাডায়। এই চলচ্চিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত জায়েদ খান ও পিয়া বিপাশা। জায়েদ খান বলেন, ‘আমি কৃতজ্ঞ আজিজুর রহমান স্যারের কাছে যে, তার মতো গুণী এবং কিংবদন্তি একজন পরিচালক আমাকে তার চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি আমার চরিত্রে নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে মাটি হবে এক অন্যরকম উচ্চতার চলচ্চিত্র।’ পিয়া বলেন, ‘মনের রাজা কিংবা মাটি দুটি চলচ্চিত্রেরই গল্প অসাধারণ। আমি যেহেতু এখন চলচ্চিত্রে কাজ করছি। তাই চেষ্টা করছি, নিজেকে ভালো ভালো চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত রাখার। সবার সহযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ এদিকে পিয়া বিপাশা এরইমধ্যে সাবিনের নির্দেশনায় নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এটি শিগগিরই প্রচারে আসবে। অন্যদিকে জায়েদ খান মালেক আফসারীর নির্দেশনায় ‘অন্তর্জালা’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পিরোজপুরে চলচ্চিত্রটির শুটিং চলছে। এতে জায়েদ খানের বিপরীতে আছেন এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন