স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো এক সঙ্গে গাইলেন কণ্ঠশিল্পী রিয়াজ লিটন ও ক্লোজআপ ওয়ান তারকা শেখ নীলিমা শশী। ‘এক পৃথিবী’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানের কথাগুলো এমনÑ ‘তুমি দূরে হƒদয় পুড়ে/কাছে এলে শত অভিমান/কত ভালোবাসি তোমায়/অনুভব হয় হলে ব্যবধান/এক জীবনে তুমি আমার/এক বুক প্রেম এক পৃথিবীর সমান।’ গানটি সম্পর্কে শশী বলেন, ‘এক পৃথিবী’ গানের কথা ও সুর বেশ দারুণ। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক।’ রিয়াজ লিটন বলেন, ‘সজীব দাসের সুর-সংগীতে সজীব শাহরিয়ারের কথায় অসাধারণ আধুনিক ক্লাসিক্যাল ফিউশন এটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গানটি রিয়াজ লিটনের প্রথম একক অ্যালবামে থাকবে বলে শিল্পী জানিয়েছেন। অ্যালবামটি আগামী বৈশাখে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন