শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউডে ফিরতে চান রাহুল রায়

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ ফিল্মটি দিয়ে খ্যাতির শিখরে উঠেছিলেন রাহুল রায়। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করলেও দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত আছে এই অভিনেতা। অভিনেতা প্রযোজক রাহুল ভারতীয় চলচ্চিত্রের অন্যান্য শাখায়ও কাজ করতে চান আর তিনি মনে করেন এই জগতে তার করার আরও কিছু আছে।
“ভারতে বেশ অনেকদিন ধরে আমি কিছু করিনি। নয় বছর যাবত আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। নতুন ধরনের কাজ করার আশায় ২০১৫তে আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিই। আমি আমাদের চলচ্চিত্র জগতে কাজ করা বরাবরই উপভোগ করেছি আর অনুভব করি আমি এখানে আরও কাজ করতে পারব,” রাহুল বলেন।
রাহুল ‘জুনুন’ এবং ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ ছাড়াও বেশ কিছু হিন্দি ফিল্মে অভিনয় করেছেন। ২০০৭ সালে তিনি ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের প্রথম মৌসুমে জয়ী হয়েছিলেন। তার শেষ হিন্দি ফিল্ম ‘টু বি অর নট টু বি’ (২০১৬) বিপুল দর্শকের অলক্ষ্যেই রয়ে যায়।
বর্তমানে তিনি ‘দ্য মেসেজ’ নামে একটি চলচ্চিত্রের প্রযোজনা নিয়ে ব্যস্ত আছেন। এটি তার গ্রেট ইন্ডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে। অচিরেই এর সঙ্গীত লঞ্চ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন