বিনোদন ডেস্ক: গত বৈশাখে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস প্রকাশ করেছিলো কন্ঠশিল্পী রাকিব মুসাব্বিরের একক অ্যালবাম ‘মনটা ছুঁয়ে দেখো না’। তিনটি গান নিয়ে সাজানো অ্যালবামটি এরইমধ্যে আলোচনায় এসেছে। গানগুলো পছন্দ করছেন দর্শক। বেশ কিছু গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে প্রযোজনা সংস্থার নিজস্ব চ্যানেলে। ‘মনটা ছুঁয়ে দেখো না’ অ্যালবামের গান লিখেছেন এমদাদ সুমন ও খাইরুল বাবুই। সুর ও সংগীত করেছেন রাকিব মুসাব্বির। সহ শিল্পী হিসেবে আছেন ফারাবি। রাকিব বললেন, ‘অ্যালবামটি নিয়ে অনেক প্রত্যাশা ছিলো। বেশ ভালো সাড়া পেয়েছি। শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। শিগগিরই গানগুলোর চমক জাগানিয়া ভিডিও নিয়ে আসতে চাই। আশা করছি সেগুলোও সবাইকে আনন্দ দেবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন