বিনোদন ডেস্ক: নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটি শপথ গ্রহণ করেছে। গত শুক্রবার বিকেল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে নব নির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। এরপর ধারবাহিকভাবে অন্য সদস্যদের শপথ পাঠ করান নতুন সভাপতি মিশা সওদাগর। তবে শূটিং থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুউপস্থিত ছিলেন সাইমন ও ইমন। এছাড়া ফেরদৌস, কমল, জাকির, মৌসুমী, জেসমিনও অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ফারুক, শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল। সবাই নতুন কমিটিকে শিল্পীদের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন