ইনকিলাব ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র সফর দুই দেশের মধ্যকার সম্পর্কের নতুন সূচনা হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সিরিয়া নীতিতে ন্যাটোর মিত্রদের মধ্যে তুরস্কের বর্তমান সম্পর্ক বেশ ভঙঙ্গুর অবস্থায় রয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সশস্ত্র কুর্দি ওয়াইপিজি আর্মিকে নিযুক্ত করার একটি পরিকল্পনা ঘোষণা করেছে; যা তুরস্ককে অত্যন্ত ক্রুব্ধ করেছে। তুরস্কে ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পি কে কে) -এর একটি বর্ধিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবে বিবেচনা করে থাকে। আঙ্কারা এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো একটি উত্তরণের সময়ের মাধ্যমে যাচ্ছে এবং সশস্ত্র ওয়াইপিজিকে নিয়ে পূর্ববর্তী প্রশাসনের নীতি থেকে ফিরে আসবে। ১৬-১৭ মে ওয়াশিংটন সফরে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইউএস নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন