শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফরাসি ধ্রুপদী নাটক সাঁজবেলার বিলাপ

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় এম এ (শেষ বর্ষ) শিক্ষার্থীদের অভিনয়ে জ্যঁ রাসিন-এর ফরাসি ধ্রুপদী নাটক ‘ফেইড্রা’র অসিত কুমার কর্তৃক বাংলা অনুবাদ অবলম্বনে ‘সাঁঝবেলার বিলাপ ১৬, ১৭ ও ১৮ মে সন্ধ্যা ৭টায় বিভাগের নাট-মন্ডল মিলনায়তনে তিনদিন ব্যাপী মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। ড্রামাতুর্গ, নাট্যকথন ও গীতরচনায় শাহমান মৈশান। নাটকটির মঞ্চ, আলোক ও দ্রব্য পরিকল্পনা করেছেন আশিক রহমান লিয়ন। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহীদা মল্লিক জলি, কাজী তামান্না হক সিগমা ও আশিক রহমান লিয়ন। সঙ্গীত পরিকল্পনা ও প্রয়োগ সাইদুর রহমান লিপন ও কাজী তামান্না হক সিগমা। দেহবিন্যাস করেছেন অমিত চৌধুরী। রূপসজ্জা পরিকল্পনা করেছেন রহমত আলী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফরিন হুদা তোড়া, ধীমান চন্দ্র বর্মণ, ইশতিয়াক খান পাঠান, ইলিয়াস বাসেত, গোলাম নাসির রানা, সাওগাতুল ইসলাম হিমেল ও সাফওয়ান মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন