বিনোদন ডেস্ক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ২০১৭-১৯ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন অভিনেত্রী শমী কায়সার। গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। এই প্যানেলের সভাপতি নির্বাচিত হন শফিউল ইসলাম মহিউদ্দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন