শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিউইর্য়কে হূমায়ুন আহমেদ স্মরণে মেলা

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদ স্মরণে গত সোমবার নিউইয়র্কে দিনব্যাপী হুমায়ূন মেলা অনুষ্ঠিত হয়েছে। শো টাইম মিউজিক অ্যান্ড প্লের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।   নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দোস পার্টি হলো এবং বহিরাঙ্গণে আয়োজিত মেলায় ছিল হূমায়ুনের লেখা বইয়ের স্টল। ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন হুমায়ূন পতœী মেহের আফরোজ শাওন। এরপর হুমায়ূন আহমেদের সাহিত্য মধ্যবিত্তের জীবনে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।  তিনি বলেন, সর্বস্তরের মানুষের হৃদয় ¯পর্শ করেছে হূমায়ুন আহমেদের লেখা। বাঙালির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন হূমায়ুনের বিচরণ থাকবে আমাদের সমাজে, সভ্যতার ইতিহাসে। তার বই পড়ে বাঙালিরা স্বপ্ন দেখতে শুরু করেছে। হূমায়ুন বাঙালি চেতনাকে জাগ্রত করে গেছেন। তা অটুট রাখতে হবে জীবনের সর্বস্তরে। মেহের আফরোজ শাওন বলেন, এই শহরে পাঁচ বছর আগে হারিয়েছি আমার হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে। আজ আপনাদের ভালবাসার সান্নিধ্যে সেই কষ্টবোধ কিছুটা হলেও হালকা হলো বলে মনে করছি। মেলার আয়োজক সংস্থার প্রধান আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কের আর কোনো সেমিনারে এত মানুষ দেখিনি। এতেই হূমায়ুন আহমেদের প্রতি প্রবাসীদের গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, দিলরুবা খান, চন্দনা মজুমদার, রিজিয়া পারভীন, অন্য প্রকাশনীর তানজীনা রহমান, নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মেলার আয়োজক শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম প্রমুখ। হুমায়ূন আহমেদের শিশুপুত্র নিশাদ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে তার বাবার জন্য দোয়া কামনা করেন। মেলায় হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা প্রদর্শন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের গান পরিবেশন করেন শিল্পী সেলিম চৌধুরী, দিলরুবা খান, চন্দনা মজুমদার, রিজিয়া পারভীন, প্রবাসের শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, জাকারিয়া মহিউদ্দিন প্রমুখ। হুমায়ূন মেলায় মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ দেখে মেলায় আয়োজক আলমগীর খান আলম আগামী বছর থেকে তিন দিনব্যাপী হূমায়ুন মেলার ঘোষণা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন