সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পরিচালক সমিতি আমার কোনো কাজে লাগছে না-বাপ্পারাজ

প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১৩ এএম, ২০ মে, ২০১৭

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করে বক্তব্য প্রদানের অভিযোগে চিত্রনায়ক ও নির্মাতা বাপ্পারাজকে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পরিচালক সমিতি। এর জবাবে বাপ্পারাজ বলেছেন, তিনি এই সমিতিতে থাকতে চান না। তিনি বলেন, পরিচালক সমিতি কাজের চাইতে অকাজটাই বেশি করছে। আমার বক্তব্য তারা বুঝতে পারেনি কিংবা বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার সেটা তাদের নেই। আমি তাদেরকে উপরে রেখেই কথা বলেছিলাম। আমে বলেছি, তারা চাইলে অনেক কিছু করতে পারে। চলচ্চিত্রের উন্নয়নে তাদের অনেক কিছু করার আছে। কিন্তু সেটা না করে তারা একজন আরেকজনের পেছনে লেগেছে। পরিচালক সমিতি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার কথা বলে বাপ্পারাজ বলেন, সমিতির সদস্য হওয়ার সময় আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। সেটা ফেরত দেওয়া হোক। এই সমিতি আমার কোন কাজে লাগছে না। আর চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালক সমিতির অনুমোদন নিতে হবে বলেও আমি মনে করি না। বাপ্পারাজ বলেন, চলচ্চিত্রের জন্য সরকারের তথ্য মন্ত্রণালয়, সেন্সরবোর্ড, এফডিসি রয়েছে। পরিচালক সমিতি কিসের জোরে চলচ্চিত্রকে নিয়ন্ত্রণ করতে চায়? এরা তো চলচ্চিত্রের উন্নয়নের চাইতে বাঁধা সৃষ্টি করছে বেশি। আমি সমিতি করে খাই না। আমার সমিতিতে থাকা-না থাকায় কিছু যায় আসে না। পরিচালক সমিতির তো কোনো কাজ নাই। ইচ্ছামতো বয়কট করে। বয়কট করা কি সমাধান? তারা ভুলে যায় একজন শিল্পীকে বয়কট করা যায় না। তার সাথে ইন্ডাস্ট্রির স্বার্থ জড়িত। শিল্পী যদি কাজ করতে গিয়ে বিড়ম্বনার মধ্যে ফেলে সেই শিল্পীকে বাদ দিয়ে কাজ করুন। নতুন শিল্পী তৈরি করুন। যে শিল্পী বেশি ভোগায় তাকে নিয়ে কাজ না করলে সে এমনিতেই হারিয়ে যাবে। সমিতির তো আরও অনেক কাজ আছে। সেগুলো বাদ দিয়ে এর পেছনে, ওর পেছনে লাগার কি দরকার?

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Momtaz ২০ মে, ২০১৭, ৩:৪৪ এএম says : 0
apnar o avabe bola thik na
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন