শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করলেন ডি এ তায়েব

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজসেবামূলক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়েছেন। নিজেও গড়ে তুলেছেন সমাজসেবামূলক সংগঠন। দুঃখী ও সাধারণ মানুষের পাশে তিনি সাধ্যমতো পাশে দাঁড়ান। একজন অভিনেতা হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করেন তিনি। সমপ্রতি গুনটিয়া মির্জাপুর টাঙ্গাইলে অ্যাম্বিশন কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টারে ‘মরহুম আলী আকবর খান চৌধুরী’ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। তিনি বলেন, এসব কৃতী শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যত। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতেই আমার অবস্থান থেকে উদ্যোগ নিয়েছি। আশা করি, সমাজে প্রতিষ্ঠিত অন্যান্যরাও জাতির এ ভবিষ্যত শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহদাৎ হোসেন (সিনিয়র সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, টাঙ্গাইল)। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতিত্ব করেন আলী এজাজ খান চৌধুরী (রুবেল) চেয়ারম্যান, ২নং জামুর্কী ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন -ডিএ মতিন, হাবিবুর রহমান হবি, সিদ্দিকুর রহমান, রাত্রি চৌধুরী, রাকিব চৌধুরী ও ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাবের সভাপতি পীযুষ কুমার সাহা নন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন