বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের নতুন অ্যালবাম এমন হলো কই। এটি প্রকাশিত হয়েছে আরেক সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের প্রতিষ্ঠান বিএমজ ওয়ার্কস্টেশন থেকে। এমন হলো কই জুয়েলের ১০তম একক। এতে গান রয়েছে ৫টি। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানগুলো লিখেছেন শাহান কবন্ধ। গানগুলোর সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার। জুয়েল বলেন, এমন হলো কই প্রকাশের মূল কারণ প্রিয় মানুষ, বন্ধু, ভাই, শিল্পী বাপ্পার আমার প্রতি আন্তরিক ভালবাসা। আমাদের বন্ধুত্ব সেই ৯০-এর শুরু থেকে। এই অ্যালবাম বাপ্পা নিজের উদ্যোগে করেছে, কোনও বাণিজ্যিক সাফল্য বা লাভের চিন্তা না করেই। বাপ্পা মজুমদার বলেন, আমার গায়ক জীবনের পথচলা শুরু যে মানুষটির হাত ধরে তিনি জুয়েল ভাই। নিজেই আমাকে নিয়ে চলে গেছেন বেতার জগতের স্বত্বাধিকারী কচি ভাইয়ের কাছে। জোর গলায় বলেছিলেন, এটা আমার ছোট ভাই বাপ্পা, ভালো গায়। ওর অ্যালবাম আপনি করবেন। বিনাবাক্য কচি ভাই রাজি হয়ে গেলেন। আমার প্রথম অ্যালবাম তখন ভোরবেলা হলো জুয়েল ভাইয়ের জন্যই। সেই মানুষটির একটা পুরো অ্যালবাম প্রযোজনা করার তাগিদ ছিল আমার বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়ন হলো এবার। এ আমার কাছে পরম পাওয়া। জুয়েল ভাইয়ের ভালোবাসায় আমি ধন্য হয়েছি। আমার নিজের লেবেল বি এমজ ওয়ার্কস্টেশন থেকে জুয়েল ভাইয়ের অ্যালবাম দিয়ে শুরু করলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন