শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নায়করাজ রাজ্জাককে নিয়ে অনাকাক্সিক্ষত বিতর্ক

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাককে নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতিতে এক অনাকাক্সিক্ষত বিতর্ক ঘটে। গত শনিবার পরিচালক সমিতির সাধারণ সভা চলাকালীন রাজ্জাককে নিয়ে দুই পরিচালক বদিউল আলম খোকন ও গাজী মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হয়। গাজী মাহাবুব জানান, চলচ্চিত্রে চলমান অস্থিরতা নিয়ে পরিচালক সমিতি সভা ডেকেছিল। এ সময় নায়করাজ রাজ্জাককে নিয়ে সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন কট‚ মন্তব্য করেন। খোকন বলেন, রাজ্জাক দুই নাম্বারি করে রাজল²ী কমপ্লেক্স বানিয়েছেন। আমি মুখ খুললে রাজ্জাক সাহেবের অনেক কিছু ফাঁস হয়ে যাবে। তার এ কথার পর আমি বদিউল আলমকে অনুরোধ করি, এখানে রাজ্জাক সাহেবকে নিয়ে কথা না বলাই ভালো। তিনি যদি সিনেমার জন্য কিছু না করে থাকেন, তবে আপনি আমি কিছুই না। এতে খোকন সাহেব আমার ওপর ক্ষেপে উঠেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুমন বলেন, দবদিউল আকম খোকন রাজ্জাক সাহেবকে উদ্দেশ করে বলেছিলেন, তিনি রাজল²ী কমপ্লেক্স নির্মাণের আগে সেখানে সিনেমা হল বানাবেন। কিন্তু তিনি কি করেছেন? এরপর গাজী মাহহাবুব এই কথার সূত্রে আরও কথা বলেন। এরপর তর্কাতর্কি লেগে যায়। তিনি বলেন, গাজী মাহবুব চরম বেয়াদবি করছে সবার সামনে। আগামী মিটিংয়ে তাকে নিষিদ্ধ করা হতে পারে। সেখানে উপস্থিত পরিচালক সাইমন তারিক বলেন, বদিউল আলম খোকন বলছিলেন রাজ্জাক সাহেব চলচ্চিত্রের জন্য কি করেছেন? এরপর গাজী মাহবুব গালি দিয়ে বলেন, রাজ্জাক সাহেব যদি কিছু না করেন, তবে কেউ এই চলচ্চিত্রের জন্য করেননি। তিনি বলেন, বদিউল আলম খোকন রাজ্জাক সাহেব কিছুই করেননি চলচ্চিত্রের জন্য এটা বলতে পারেন না। আবার গাজী মাহাবুব সবাইকে উদ্দেশ করে গালি দিয়েছেন এটাও করতে পারেন না। এটার সুষ্ঠু সমাধান আমরা চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন