গায়িকা শিনেড ও’কনর তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানকে কাছে না পেলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন।
ও’কনর জানান সরকারি শিশু ও পরিবার বিষয়ক দপ্তর টালসা তার সন্তানদের তার কাছ থেকে দূরে সরিয়ে রাখলে তাদের একজন সেলিব্রিটির মৃত্যুর জন্য দায়ী থাকতে হবে। চার সন্তানের মা ও’কনর গত সপ্তাহে ফেসবুকের মাধ্যমে আয়ারল্যান্ড সরকারের দপ্তরটিকে তার এমন সিদ্ধান্তের কথা জানান।
৫০ বছর বয়সী তারকাটি গত বছরের সিংহভাগই যুক্তরাষ্ট্রের শিকাগোতে কাটিয়েছেন। এর আগে ২০১৫ সালের বড়দিনের কয়েকদিন আগে তিনি এমন আত্মহত্যার উদ্যোগ নিয়েছিলেন।
গত বছর শিকাগোতে বাইক ভ্রমণে বেরিয়ে ২৪ ঘণ্টার জন্য নিরুদ্দেশ হয়ে তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। পরে তাকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। তিনি বর্তমানে নিউ ইয়র্কে থাকেন।
ও’কনর তিন পুত্র আর এক কন্যার মা। যথাক্রমে এরা হল- জেক রেনল্ডস (৩০), কন্যা রয়সিন ওয়াটার্স (২১), শেইন (১৩) এবং ইয়েশুয়া (১১)।
শিনেড ও’কনর অনেক বছর ধরে বিভিন্ন স্ত্রীরোগে ভুগছেন। তিন বছর আগে তার জরায়ুর অপারেশন হয়েছে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন