বিনোদন ডেস্ক: সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ইমরানের নতুন ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। লিখেছেন শরীফ আল-দীন। রোমান্টিক কথায় সাজানো এই গানটির ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ইমরানের সঙ্গে মডেল হয়েছেন রোতসী। ইমরান বলেন, ‘মিউজিক ভিডিওতে এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি গান করার জন্য সিএমভিকে ধন্যবাদ জানাই।’ মডেল রোতসী বলেন, ‘আমি ইমরান ভাইয়ার গানের ভক্ত। চেষ্টা করেছি গানটির সঙ্গে নিজেকে তুলে ধরতে। সহযোগিতা পেয়েছি নির্মাতা ও শিল্পীর। আশা করছি, সবার ভালো লাগবে।’
মন্তব্য করুন