শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে প্রতিবাদ জানাতে চায় বিএনপি

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাণে জনসভা করতে চায় দলটি। আগামীকাল বুধবার এ জনসভার অনুমতি চেয়ে ইতোমধ্যে মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
রিজভী বলেন, আগামী ২৪ মে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেয়া হয়েছে। গুলশানে  চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আমরা এই জনসভা করতে চাই।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুই ঘণ্টা ধরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে আকস্মিক অভিযান চালায় পুলিশ। আদালতের পরোয়ানা নিয়ে তল্লাশির কথা জানালেও শুন্য হাতেই ফিরে যায় তারা।
দলীয় প্রধানের কার্যালয়ে তল্লাশিকে বেআইনি ও অপমানজনক অভিযোগ করে প্রতিবাদে গত  রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। একই ইস্যুতে জাতীয়তবাদী যুবদল ও  স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও ওইদিন আলাদা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে। এছাড়া, গত রোববার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। স্থায়ী কমিটির ওই বৈঠকে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যাণে সমাবেশ করার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত: এর আগে গত ১ মে বা তার পরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন