শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপস্থাপনায় সুবর্ণা-সৌদ দম্পতি

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সামিয়া রহমানের পরিকল্পনা, তত্ত¡াবধান এবং প্রযোজনায় ঝটপট ইফতারি তৈরীর বিশেষ অনুষ্ঠান ‘রসনা বিলাস’ নির্মিত হয়েছে। এতে সামিয়া রহমানের পরিকল্পনায় উপস্থাপনায় দেখা যাবে তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদকে। রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে পুরো রমজান মাসজুড়ে ‘নিউজ টোয়েন্টি ফোর’-চ্যানেলে প্রচারের জন্য অনুষ্ঠানটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সামিয়া রহমান জানান ‘রসনা বিলাস’র বেশ কয়েকটি পর্বে বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’র বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে। ভিন্ন ঘরানার এই অনুষ্ঠানটিতে শেফ হিসেবে উপস্থিত থাকবেন শেফ জাহাঙ্গীর। সুবর্ণা মুস্তাফা ও সৌদ’র ভালোবাসার গল্পের মধ্যদিয়ে ঝটপট কীভাবে মজার মজার টক, ঝাল মিষ্টি ইফতারি তৈরী করা যায় তা দর্শকের সামনে তুলে ধরবেন তারা। অনুষ্ঠানটি প্রসঙ্গে সামিয়া রহমান বলেন,‘ সুবর্ণা মুস্তাফা এবং সৌদ’র ভালোবাসাার গল্প যদি দর্শক জানতে চান এবং দর্শক যদি মজার মজার ইফতার তৈরী করতে চান তাহলে ইফতারির পূর্বে অনুষ্ঠানটি দেখতে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে চোখ রাখতে হবে। দু’জনের গল্পের মধ্যদিয়ে ঝটপট ইফতারি তৈরী করা দর্শকের ভালোলাগবে।’ অনুষ্ঠানটি প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন,‘ মূল উপস্থাপনাটা সৌদই করেছে। আমি শুধু পাশে থেকেছি। অনুষ্ঠানটির শুরুতেই কিছু না বুঝতে পারলেও একটার পর একটা পর্ব ধারণ করতে গিয়ে বেশ ভালোই লাগছিলো। কারণ কোন স্ক্রিপ্ট ছিলো না। যে কারণে শেষ পর্যন্ত দেখলাম যে একটা নতুন কিছু হলো এবং বেশ ভালো লেগেছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন