বিনোদন ডেস্ক: প্রায় পাঁচ বছর আগে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বাংলাদেশ চলচ্চিত্র সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য হয়েছিলেন। তখন তিনি সিনেমা পরিচালনা করার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকে সমিতির সদস্য হন। তবে প্রায় চার বছর অতিক্রম করলেও তিনি সিনেমা নির্মাণ করেননি এবং সমিতির কোনো কার্যক্রমেও অংশগ্রহণ করেননি। ফলে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি এস আই ফারুক বললেন, শাবনূর দেশের জনপ্রিয় নায়িকা। তিনি একসময় পরিচালনার প্রতি আগ্রহের কথা আমাদের জানান। আমরা তাকে সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই। কিন্তু এরপর থেকে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি সমিতির কার্যত্রক্রমগুলোতেও অংশ নেননি। ফলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ স্থগিতের নির্দেশ দেয়। তিনি বলেন, আমরা শাবনূরের সদস্য পদ বাতিল করিনি। এটা শুধু স্থগিত করা হয়েছে। দেশে ফিরে যদি আমাদের কাছে লিখিতভাবে যোগাযোগ না করার কারণ উপস্থাপন করেন তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব। এছাড়া তাকে সমিতির কার্যক্রম পালন ও চাঁদা পরিশোধ করতে হবে। এদিকে, শাবনূর এখন অস্ট্রেলিয়া অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। আগামী মাসে দেশে ফেরার কথা রয়েছে তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন