শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক ধূমকেতু

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালোবাসো মোর গান’ এর অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ করেছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে আফরান নিশো, তানভীন সুইটি, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমূখ। ‘ঘটনার শুরু একটা মিউজিক ক্যাফেতে সেখানে গান গায় শুভ আর তার দুই বন্ধুর ব্যান্ডদল লৌহকপাট’। মূলত: নজরুলের গানের ফিউশন করে তারা। শুভর প্রেমিকা লোপার বিয়ে ঠিক হয়ে যাওয়াকে কেন্দ্র করে শুভ আর লোপার মধ্যে স¤প্রতি বিচ্ছেদ ঘটেছে। এরকম সময়েই এক সন্ধ্যায় মিউজিক ক্যাফেতে ঘটনাচক্রে পরিচয় হয় মধ্যবয়সী পারমিতার। পারমিতা বিবাহিতা, এক সন্তানের মা। বৈবাহিক জীবনে বিভিন্ন জটিলতায় বিপর্যস্ত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ডিভোর্সের। পরস্পরের এই রকম মানসিক সংকটের মুহুর্তেই এই দুই অসম বয়সী নারী পুরুষের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠে। দু’জনের সম্পর্ক যখন গভীর থেকে গভীরতর হচ্ছে, সে রকম সময় দুটো ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন