শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাবা হলেন চিত্রনায়ক নিরব

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক নিরব প্রথম সন্তানের জনক হলেন। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার স্ত্রী তাশফিয়া ঋদ্ধি মেয়ে সন্তানের জন্ম দেন। নিরব বলেন, আমি আর ঋদ্ধি পরির মতো এক মেয়ে সন্তনের মা-বাবা হয়েছি। প্রার্থণা করেছিলাম আমাদের যেন মেয়ে সন্তান হয়। এ জন্য আমাদের আরও বেশি খুশি লাগছে। নিরব তার মেয়ের নাম রেখেছেন- সুহাইমা হোসেন যুওয়াইনাহ। নিরব জানান, মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পাওয়া ঋদ্ধির খুশির সীমা নেই। তিনি বলেন, মাতৃত্বের স্বাদ যেকোনো নারীকে পরিপূর্ণতা দেয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রæয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয় হয়। এরপর এরপর ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন