বিনোদন ডেস্ক: অভিনেত্রী-মডেল মিথিলার আজ জন্মদিন। জন্মদিনে তিনি কোনো আনুষ্ঠানিকতা করছেন না। তাকে ঈদ নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় অপূর্ব’র বিপরীতে একটি নাটকে শূটিং করবেন তিনি। তবে গতকাল ২৪ মে রাতেই তিনি বাবা, মা, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই জন্মদিন উদযাপন করেন মিথিলা। মিথিলা বলেন, ‘যেহেতু এবারের জন্মদিন শূটিং স্পটেই কাটাতে হবে। তাই আগেরদিন রাতেই পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের জন্মদিন, শূটিং সবমিলিয়ে বেশ ভালোভাবে দিনটি পার করতে পারি।’ এদিকে মিথিলা সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি বহুজাতিক কোম্পানীর ইলেকট্রনিক্স পণ্যের মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমি সিদ্দিকী। মিথিলা বলেন, ‘এটা কোন গল্প নির্ভর বা স্ক্রিপ্ট নির্ভর বিজ্ঞাপন নয়। যে কারণে ইলেকট্রনিক্স পণ্যগুলো সম্পর্কে আমি নিজেই নানান তথ্য দিয়ে থাকি। দর্শক পণ্যগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন