বিনোদন ডেস্ক: এ সময়ের ব্যস্ততম মডেল কাজল সুবর্ণ এবার মডেল হলেন ফিজআপ-এর নতুন বিজ্ঞাপনে। সিদ্ধার্থ ব্যানার্জীর পরিচালনায় স¤প্রতি নেপালে বিজ্ঞাপনটির শূটিং স¤পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজল মডেল হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। কাজল বলেন, অসাধারণ একটি কাজ হয়েছে। বেশ চমক রয়েছে বিজ্ঞাপনটিতে। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনটির চিত্রনাট্য, লোকেশন সবকিছুই দর্শকদের ভালো লাগবে আশা করছি। মাহফুজ ভাইয়ের মতো একজন গুণী শিল্পীর সাথে কাজ করার অভিজ্ঞতা আলাদা। আমি আশা করছি এই বিজ্ঞাপনটির মধ্য দিয়ে দর্শকদের আরো ভালোবাসা পাবো আমি। কাজল জানান, সামনে আরো কিছু বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে কথা চলছে। ফিজআপ-এর এই নতুন বিজ্ঞাপনটির প্রচার আসছে রোজার শুরুর দিকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন