শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিন বছর পর একসঙ্গে সুবর্ণা মুস্তাফা ও তারিন

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনয়ে তারিনের আদর্শ অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তারিন তাঁকে অনেকটা গুরুর মতো মানেন। তারা একসঙ্গে বেশ কয়েকটি নাটকও করেছেন। সুবর্ণার সঙ্গে অভিনয় করতে পারাটা তারিনের কাছে বরাবরই স্বপ্নের মতো। তারিন মনে করেন, তার নির্ভরতা এবং বিশ্বাসের একটি স্থান হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। সেই সুবর্ণা মুস্তাফার সঙ্গে আবারো তিন বছর পর অভিনয় করছেন তারিন। বদরুল আনাম সৌদের রচনায় আরিফ খানের নির্দেশনায় ‘ছুটির এক দিনে’ টেলিফিল্মে তারা একসঙ্গে অভিনয় করছেন। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘তারিনের কথা যদি বলতে হয়, তাহলে বলবো এদেশের নাট্যাঙ্গনের অন্যতম একজন গুণী অভিনেত্রী তারিন। খুব ছোটবেলা থেকেই তারিন আমার সঙ্গে অভিনয় করছে। সেই সংশপ্তক থেকে শুরু। ছোটবেলায় খুব শাসন করতাম আমি। পরবর্তীতে তা ভালোবাসায় রূপান্তরিত হয়। তারিনের মতো যারা গুণী শিল্পী তাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে শ্রম কম দিতে হয়। পাশাপাশি নিজের কাজটাও অনেক ভালো হয়। আশা করছি তারিন এবং আমার এই কাজটি অনেক ভালো একটি কাজ হবে।’ তারিন বলেন, ‘সুবর্ণা আপা কখনো মায়ের মতো, কখনো বোনের মতো আমাকে শাসন করেছেন। তার সেই শাসন নিজের ভালোর জন্যই গ্রহণ করেছি। আবার মায়ের ভালোবাসা দিয়েই তিনি আমাকে আগলে রেখেছেন। আমার যেকোন বিপদে আপদে তিনি আমার পাশে থেকেছেন। আমাদের দু’জনের মধ্যকার সম্পর্কে আছে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, মায়া এবং সেই সম্পর্ককে যতেœ রাখার আন্তরিকতা। তারসঙ্গে কাটানো যেকোন মুহুর্তই আমার কাছে অনেক মূল্যবান। আমার সৌভাগ্য যে আবারো আমার প্রিয় মানুষটির সঙ্গে একই টেলিফিল্মে কাজ করছি। আরিফ ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে এ নাটকে সম্পৃক্ত রাখার জন্য।’ নির্মাতা আরিফ খান জানান, ঈদে এনটিভিতে প্রচার হবে ‘ছুটির এক দিনে’ টেলিফিল্মটি। উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ও তারিন সর্বশেষ তিন বছর আগে বদরুল আনাম সৌদ’র রচনায় ও নির্দেশনায় ‘ছবির মতো গল্প’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন