বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী সুজানা বেশকিছু দিন আমেরিকা ও দুবাই ভ্রমণ করে দেশে ফিরেছেন। মূলত ব্যবসায়িক উদ্দেশে তিনি ভ্রমণ করেছেন। সুজানা বলেন, আমি কাপড়ের ব্যবসা শুরু করছি। এটা নিয়েই দেশ-বিদেশে আমার এত ঘোরাফেরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে নানা ডিজাইনের পোশাক জোগাড় করেছি। সেগুলো এবার আমাদের এখানে বিক্রি করবো। আমদানি করা এ পোশাকগুলো কোথায় কিভাবে বিক্রয় করবেন তা জানতে চাইলে তিনি বলেন, এখনই শো-রুম দেয়ার কোনো পরিকল্পনা নেই। সেই সামর্থ্যও নেই। তবে বনানীর এগারো নম্বর রোডে এক পরিচিতের একটি শো-রুমে পোশাকগুলো দেবো। সেখানেই আপাতত বিক্রি করার ইচ্ছা। পাশাপাশি আসছে ঈদ উপলক্ষে কোনো বড় মেলার আয়োজন হলে সেখানে অবশ্যই আমার একটি স্টল নেয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সুজানার কালেকশনের নতুন এই পোশাক ব্র্যান্ডের নাম দিয়েছেন সুজানাস ক্লোসেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন