তিন বছর আগে সাইফ আলি খান আর পরিচালক সাজিদ খান ‘হামশাকাল্স’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রটি তেমন আবেদন সৃষ্টি করতে পারেনি বলে সাইফ তার অসন্তোষ প্রকাশ করে সেটি একটি ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছিলেন।
সেই সময় সাইফ আরও বলেছিলেন, চলচ্চিত্রটির কোনও চিত্রনাট্য ছিল না আর সাজিদ তাকে যেমন যেমন নির্দেশ দিয়েছিলেন তিনি তাই করছিলেন। এ নিয়ে দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়। পরে সাইফ তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নির্মাতাটির সঙ্গে মীমাংসা করে নেন।
সর্বশেষ খবর হল সাজিদ আবার সাইফকে তার একটি চলচ্চিত্রে কাজ করা প্রস্তাব দিয়েছেন।
এক সূত্র বলেছে, “সাজিদ বেশ অনেকদিন ধরে একটি চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন। স¤প্রতি তিনি লেখা শেষ করে সাইফকে কাহিনীটি শুনিয়েছেন। যা দেখে বোঝা যাচ্ছে সাইফ এই ফিল্মটি নিতে রাজি নন এবং প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।”
এই প্রসঙ্গে আরও জানা গেছে সাজিদ একটি অ্যাকশন ফিল্ম নির্মাণ করবেন। সাইফকে অফার দেবার পর তিনি কোনও ধরনে সংশোধন বা পরিবর্ধনের পরামর্শ না দিয়েই প্রস্তাব ফিরিয়ে দেন।
সাইফ তার ‘শেফ’ ফিল্মটির কাজ শেষ করে নিখিল আডবানির ‘বাজার’-এর কাজ শুরু করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন